Fever treatment

জ্বর এখন এক আতঙ্কের নাম। জ্বর হলে আমরা চিন্তিত হয়ে পড়ি এবং ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আসলেই বা জ্বর হলে এখন আমরা কি করবো।
আজকে আমরা জ্বরের নানা বিষয় নিয়ে আলোচনা করব:
করোনা প্রাদুর্ভাব চলা এবং রিসেন্ট টাইমে করোনার হার কিছুটা বাড়ায় জ্বর আসলে আমাদের করোনা কথা মাথায় রাখতে হবে কিন্তু করণা ছাড়া আরো নানাবিধ কারণে জ্বর হতে পারে যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া অথবা শরীরে কোথায় ইনফেকশন অথবা অন্য কোন জায়গা হতে পারে ইভেন ইনফেকশন ছাড়াও নানাবিধ কারণে জ্বর আসতে পারে। প্রথমে যেহেতু বলে নিলাম জ্বর আসলে আমাদের করোনাভাইরাস এর কথা প্রথমে মাথায় রাখতে হবে সেজন্য এটার উপসর্গ সম্পর্কে জানা খুবই জরুরী। জ্বরের পাশাপাশি সাধারণত Covid 90  রোগীরা আরো অন্যান্য উপসর্গ নিয়ে আসে সেগুলো হলো শুকনো কাশি, শ্বাসকষ্ট, সাদ বা ঘান এর পরিবর্তন গলা ব্যথা অথবা অস্বাভাবিক দুর্বলতা। আমাদের এরকম কোন সিমটম দেখা দিলে আমাদের কিছু সেফটি মেজর নিতে হবে। প্রথমে আমাদের আইসোলেট করে ফেলতে হবে। আপনি যদি অফিসের জন্য বাইরে যান আপনার অফিসকে ইনফর্ম করতে হবে আপনার বাসা আইসোলেট মেন্টেন করতে হবে। শুধু পরিবারের বাইরের মানুষের সাথে না পরিবারের সদস্যদের সাথে আপনাকে আইসোলেট মেন্টেন করতে হবে। আপনি খুব ভালো হয় যদি একটি রুম বা বাসায় আসোলেট করেন। এর পরে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আমি এডভাইস করব ডাক্তারের চেম্বারে হাসপাতলে সরাসরি না গিয়ে টেলিমেডিসিন বা বাংলাদেশের সরকারি কিছু হটলাইন নাম্বার আছে যেগুলোতে ফোন করে আপনি প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। আপনি ডাক্তারের সাথে আপনার উপসর্গগুলো ইনফরমেশন গুলো শেয়ার করলে আপনাকে ফারদার কোন ইনভেস্টিগেশন করতে হবে কিনা ফারদার কি ট্রিটমেন্ট নিতে হবে এ ব্যাপারে আপনাকে এডভাইস দিবে। করোনাভাইরাস এর ক্ষেত্রে আরেকটা বিষয় শতকরা 80 ভাগ করোনা রোগীর ক্ষেত্রে বাসায় ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যায়।
আমাদের দেশের আবহাওয়ার তারতম্যের ফলে জ্বর হতেই পারে। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বর বা সিমিলার কোন সিমটম নিয়ে পুরো বিশ্ব যখন উদ্বিগ্ন তখন প্রয়োজন বাড়তি সতর্কতা । ডাঃ নওসাবাহ্ নূরের কাছ থেকে জেনে নেই জ্বর হলে প্রাথমিক ভাবে কি করবেন?
সেই সাথে জ্বর সংক্রান্ত যেকোন বিষয়ে পরামর্শ নিতে পারবেন ডাঃ নওসাবাহ্ নূর এর কাছ থেকে।
—–
Dr. Nawsabah Noor
MBBS (Dhaka Medical College)
MRCP (UK)
ECFMG Certified (USA)
– Medicine Consultant, LifeSpring
ডাঃ নওসাবাহ্ নূর এর অ্যাপয়ন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুন আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনেঃ
০১৭৬৩-৪৩৮১৪৮, ০১৭৭৬-১১০৫১০ | প্রতিদিন সকাল ৯টা – রাত ৯টা

Leave a Comment