ডেঙ্গু জ্বর:
ডেঙ্গু জ্বর একটি সাধারণ ভাইরাল জ্বর। ডেঙ্গু জ্বর এর আদি স্থান ছিল আফ্রিকা। ডেঙ্গু জ্বর এর মাধ্যম মশা। এই মশাটির নাম এডিস মশা। এই মশা টি অন্যান্য মশার চেয়ে ছোট এটির রং light ডিরাক। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিষ্কার পানিতে জন্ম নেই। এই মশা টি ডেঙ্গু ভাইরাস বহন করে। এই মশা টি কামড়ালে আমাদের কিছু উপসর্গ দেখা দেয়।
ডেঙ্গু জ্বর বোঝার উপায়:
মশা কামড় দেয়ার সাথে সাথে জ্বর আসে না। কিছু উপসর্গ দেখা দেয় যেমন মাথা ব্যাথা, শরীর ব্যাথা, শরীর ম্যাচ ম্যাচ করা। এই জ্বর টি প্রায় ১০৪ ডিগ্রী উপরে ও হতে পারে। এই জ্বর টি আরেক টি বৈশিষ্ট্য হলো এটি নিচের দিকে নামে না।
ডেঙ্গু জ্বর হলে বমি বমি ভাব থাকে, বমি ও হয় , খাওয়াই অরুচি থাকে, অনেক সময় পেটে থাকে,আবার অনেক সময় নাক দিয়া রক্ত ও পড়তে পারে।
ডেঙ্গু জ্বর চিকিৎসা : জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, বেশি বেশি পানি খাওয়া।