সঙ্গীকে নোংরা কথা বলছেন না তো.
সম্পর্কের সূতা শক্ত করে জুড়ে রাখার কাজটা নিঃসন্দেহে কঠিন। কিন্তু চেষ্টাটা না করলে আমরাই দিনশেষে খারাপ থাকি, এটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। কিছু বুঝে ওঠার আগেই দেখব, আবেগিক সম্পর্কে ভাংগন এসছে, যৌন জীবন ও ব্যাহত হচ্ছে। কারনে-অকারনে সংগীকে বাজে কথা বলার অভ্যাস যাদের আছে, এই লক ডাউনের সময়টাতে তারা নিজেরাই নিজেদেরকে একটি লক্ষ্যমাত্রা দিলে কেমন হয়? চেষ্টা করেই দেখুন না নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো কমানো যায় কীনা,নোংরা কথা থামানো যায় কীনা! নিজেদের সম্পর্কটি উন্নয়নে দেখুন না আরো কত কি করার আছে?