শারীরিক সম্পর্কে দুর্বলতা: ঔষুধ বনাম কাউন্সিলিং

শারীরিক সম্পর্কে দুর্বলতা: ঔষুধ বনাম কাউন্সিলিং

আমাদের চারপাশে বিভিন্ন যৌনরোগে ভুগছেন বা সেক্সুয়াল পারফরম্যান্সজনিত সমস্যাতে ভুগছেন এমন মানুষের সংখ্যা কিন্তু বিশাল! আমরা বুঝেও না বোঝার ভান করে এই পুরো ব্যাপারটাকে চেপে রাখার চেষ্টা করলেও সমস্যাটা কিন্তু এতোটা সাদামাটা নয়। বরং ব্যক্তিগত,পারিবারিক এবং সামাজিক এই প্রত্যেকটা আংগিকেই এর অনাকাংখিত প্রভাব ব্যাখ্যা করা সম্ভব। এই ধরনের ভূক্তভোগীদের চিকিৎসার পথে প্রথম যে বাঁধা তা হল, তারা জানেন না যৌন রোগের সঠিক চিকিৎসা পদ্ধতিটি আসলে কেমন? তার উপর, এদের একটা অংশ বিশ্বাস করেন- ‘এইসব সমস্যা কখনোই সমাধানযোগ্য নয়! চিকিৎসা করে কি লাভ? ‘আরেকটা অংশ বিশ্বাস করেন- ‘গাছ-গাছড়া-কবিরাজি মোটামুটি যখন যা শুনব তাতেই ঝাঁপিয়ে পড়ব’! বড় আরেকটা অংশ লুকিয়ে লুকিয়ে ফার্মেসী থেকে এনে টুপটাপ ওষুধ খাওয়াটাকেই একমাত্র চিকিৎসা ভেবে বসেন। এই প্রত্যেকটা মাইন্ডসেটই সুচিকিৎসার পথ রোধ করে।

Leave a Comment